Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে হোসনাবাদ ইউনিয়ন

হোসনাবাদ ইউনিয়ন-এর মানচিত্র পরিচিতিঃ

 

হোসনাবাদ ইউনিয়ন রাঙ্গুনিয়া পরিচিত্র-এর আওতায় বলতে গেলে একদম মধ্যস্থানে। হোসনাবাদ মরিয়ম নগর থেকে রাণীর হাট পর্যন্ত ডি সি সড়কের মরিয়ম নগর হইতে প্রায় ৮ কি.মি.অদূরে অবস্থিত। এর উত্তরে ১৫ নং লালানগর ইউনিয়ন, দক্ষিণে ০৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, পূর্বে কাপ্তাই উপজেলা এবং পশ্চিমে ইছামতির তীর ঘেঁষে ০৫ নং পারুয়া ইউনিয়ন অবস্থিত। হোসনাবাদ ইউনিয়নের পশ্চিম-উত্তর হয়ে মরিয়ম নগর – রাণীর হাট ডি সি সড়ক বয়ে গেছে। এবং হোসনাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে চলে গেছে লালানগর – হোসনাবাদ ভিলেজ সড়ক। এই হলো ঐতিহ্যবাহী হোসনাবাদ-এর মানচিত্র।